নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বুধবার ৮,অক্টোবর :: সম্প্রতি রামপুরহাট থানার অন্তর্গত শ্যাম্পাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক আদিবাসী নাবালিকা ছাত্রীকে, নৃশংস খুনের ঘটনায় মানুষ প্রতিবাদে পথে নেমেছে। জেলায় জেলায় আদিবাসীরা প্রতিবাদ করেছে।
রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলও ঘরে চুপ করে বসে থাকে নি। স্বপন বাউল সুদূর পূর্ব বর্ধমান থেকে নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে ছুটে এসেছিলো গত সপ্তাহেই তারাপীঠে।তারাপীঠ মন্দির চত্বরেই আদিবাসী নাবালিকা ছাত্রীকে খুনের বিরুদ্ধে বাউল গানে প্রতিবাদের ঝড় তুলে সরব হয়েছিলো।
স্বপন বাউল গানে গানে ও প্রতিবাদী বক্তব্যে বার বার বলেছিল পুলিশ প্রশাসন কে সচেতন হয়ে যত তাড়াতাড়ি সম্ভব খুনিদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ঠিক তারপর দিনই আর একজন খুনের সঙ্গে জড়িত দোষীকে পুলিশ গ্রেফতার করে ।
তার আগে যে ভৌত বিজ্ঞানের স্কুল শিক্ষকের কাছে আদিবাসী নাবালিকা ছাত্রী প্রাইভেট পড়তে গিয়েছিল সেই স্কুল শিক্ষক কে পুলিশ গ্রেফতার করেছিল।
আজ মঙ্গলবার স্বপন দত্ত বাউল আবার বীরভূম জেলার পথে নামলো । স্বপন বাউল রামপুরহাট আসার পথে বোলপুর, সাঁইথিয়া ও রামপুরহাটে আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের বিরুদ্ধে নিজে গান লিখে নিজেই সুর করে প্রতিবাদী গানে ঝড় তোলে। স্বপন বাউল বলে গানে গানে যে দোষীদের ফাঁসির শাস্তি দিতে হবে ।
সুবিচার করার জন্য আইন আদালত কে পুলিশ প্রশাসন কে কঠোর হতে বলে। বক্তব্যে বার বার বলছে খুনি ও খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কয়েক দিন জেল হাজত বাস করিয়ে ছেড়ে দিলে চলবে না। খুনিদের কঠিন শাস্তি ফাঁসি দিতে হবে ।