নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: অনেক টালবাহানার পরে ছাড়ল উড়ান।বাগডোগরা রানওয়েতে ফাটল ধরে যাবার পরে গতকাল সকাল থেকেই বন্ধ ছিলো উড়ান।বিকেলে আবার উড়ান শুরু হলেও আবার রাতে উড়ান বন্ধ রাখা হয় নিরাপত্তার জন্য।
অবশেষে আজ সকাল থেকে নিয়মিত চালু করে দেওয়া হয় উড়ান।কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আপাতত আর কোন সমস্যা হবে না।তাই উড়ান আবার নিয়মিতভাবেই চালু করা হল।
মেরামতির জন্য তিনদিন বন্ধ রাখা হবে এয়ারপোর্ট।তবে কবে থেকে তিনদিন সেটা এখনো জানানো হয়নি এয়ারপোর্ট কতৃপক্ষের তরফ থেকে।গতকাল বহু যাত্রী বিমানের পরিবর্তে রেলেই তাদের গন্তব্যস্থলের উদ্যশ্যে রওয়ানা দেন।বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ্যের ব্যক্তিগত উদ্যেগে তারা যাত্রা করেন বলে জানা গেছে।রানওয়েতে সমস্যার কারনে গতকাল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল সব উড়ান।
উড়ান বাতিল হয়ে যাবার ভয়ে বহু যাত্রী বাতিল করে দিয়েছিলেন তাদের টিকিট।বিপাকে পড়ে গিয়েছিলেন কয়েক হাজার যাত্রী।বিশেষ করে যারা দার্জিলিং এবং সিকিম থেকে উড়ান ধরবার জন্য এয়ারপোর্টে এসেছিলেন।তবে আজ সকালে এয়ারপোর্ট কতৃপক্ষ্রর পক্ষ থেকে জরুরী ঘোষনা করে জানানো হয় আপাতত বন্ধ রাখা হচ্ছে না এয়ারপোর্ট।যদি বন্ধ রাখা হয় যাত্রীদের আগের থেকেই জানিয়ে দেওয়া হবে তাও সপ্তাহ খানেক আগে।