সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১০,মে :: শুক্রবার দুপুরে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের এমএম তরাই এলাকাতে উদ্যেশ্যহীনভাবে ঘুরছিল এক ব্যক্তি । ওই ব্যক্তি একটি বাড়িতে খেতে চাইলে তার পরিচয় জানতে চাওয়া হয়। তখনই সে নিজেকে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়।
পরবর্তীতে এলাকাবাসীরা ভারতীয় সেনার ব্যাঙডুবি সেনা ছাউনিতে খবর দেয়। খবর পাবার পর সেনা কর্মীরা ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত ব্যক্তির নাম, আশরাফুল আলম। (৫০) বাংলাদেশের রংপুর জেলার বাদরগছ এলাকার বাসিন্দা।
বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করে বলে জানা গেছে। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।