বাগডোগরায় তিন ভবঘুরের দেহ উদ্ধার

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৭,আগস্ট :: বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। শনিবার সকালে তিনজন ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের নজরে আসার পর খবর যায় বাগডোগরা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

                                                              প্রতীকী ছবি

প্রাথমিক অনুমান, মৃতরা দীর্ঘদিন ধরেই রাস্তায় বসবাস করছিলেন। তবে একসঙ্গে তিনজনের রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত ওই ভবঘুরেদের দেখা গিয়েছিল এলাকায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা পুলিশের কাছে দ্রুত ঘটনার কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =