বাগডোগরা: ট্রেন থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করল বনদপ্তর ও আরপিএফ

সজল দাসগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১,আগস্ট :: ট্রেন থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করল বনদপ্তর ও আরপিএফ।ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা স্টেশনে অভিযান চালায় বনদপ্তর।সেখানে গিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করে বনদপ্তর ও আরপিএফ।

বনদপ্তর সূত্রে খবর, কোনো বৈধ নথিপত্র ছাড়াই পাখিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল।খবর পেয়ে কার্শিয়াং বনদপ্তরের এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা ও বাগডোগরা রেঞ্জার সমীরণ রাজ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলিকে উদ্ধার করে। অন্যদিকে আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এইভাবে ট্রেনের কামরায় খাঁচাবন্দি পাখি আনা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − thirteen =