সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউ জলপাইগুড়ি :: শুক্রবার ১৬,জানুয়ারি :: আর মাত্র এক দিনের অপেক্ষা, মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে ৷ সূচনা করবেন প্রধানমন্ত্রী।
সেদিকে নজর রেখে ঢালাওভাবে বদল করে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ ৷ রাত দিন কাজ চলছে জোর কদমে ৷ সেই সমস্ত যাবতীয় কাজের দেখাশোনা করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা ৷
গোহাটি থেকে কলকাতা স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনের সূচনার পূর্বে নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন ও মালদা স্টেশন পরিদর্শন করবার ক্ষেত্রে এদিন বাগডোগরা বিমান বন্দরে এসে পৌছালেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রেলমন্ত্রী। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন রেলমন্ত্রী

