বাগদেবীর আরাধনার প্রাক্কালে শিলিগুড়িতে উৎসব মুখর পরিবেশ!

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: উৎসব মুখর শিলিগুড়িতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসব আনন্দের পরিবেশ। আর মাঝে একদিন তারপরেই বাগদেবীর আরাধনা শহরজুড়ে। গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন পূজা মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে।

পুজোর দিনে গোটা শহর আনন্দময় হয়ে ওঠে। আগামী ২৩ শে জানুয়ারি সরস্বতী পূজো, শিলিগুড়ির কুমারটুলির শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। হাতে খুব একটা সময় নেই সেই কারণে অনেকেই পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সরস্বতী ঠাকুরের প্রতিমা কিনতে।

প্রত্যেক বছরের মত এ বছরেও বিধান মার্কেট গোষ্ঠ পাল স্ট্যাচুর সামনে দেখা গেল ছোট বড় মাঝারি আকারের সরস্বতী ঠাকুরের প্রতিমা। ইতিমধ্যেই প্রতিমা বিক্রি শুরু হয়ে গিয়েছে, বিক্রেতারা আশা রাখছেন এ বছরও ভালোই বিক্রি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =