নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাগনান :: রবিবার ২৫,জানুয়ারি :: হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার এন ডি ব্লকে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের নিকট,শিল্পী সংঘের আয়োজনে ,পলশপ্রিয়ার আরাধনা ও পরিবেশ মেলায় বহুমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আমাদের প্রতিনিধিকে সম্পাদক সৈকত খাঁড়া।
উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরস্বতী পূজা, বিশ্ববরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশ তম জন্মদিন পালন, সারা বাংলা মনের মতো আঁকা প্রতিযোগিতা, আন্তঃজেলা কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পী কলাকুশলীদের সম্মেলন,
আবৃত্তি, নৃত্য, রন্ধন, বহুরুপী যেমন খুশি সাজা প্রতিযোগিতা, প্রকৃতি ও পরিবেশ সচেতনতা শিবির, প্রজাতন্ত্র দিবস উদযাপন ও বিদ্যা দেবীর প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানান চেয়ারম্যান মানস কুমার বসু

