নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৩,ডিসেম্বর :: হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়। ট্যাঙ্কার থেকে থেকে গ্যাস বের হওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থলে বাগনান থানায় পুলিশ এবং দমকল।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু লোকজনকে। জানা গিয়েছে এদিন হলদিয়া থেকে মৌরিগ্রামমুখী ট্যাঙ্কারের চালক ঘুমিয়ে পড়ায়, ট্যাংকার টি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর আশপাশের লোকজন এবং পুলিশ ছুটে আসে এবং ঘটনাস্থল ঘিরে ফেলা হয়।
খবর দেওয়া হয়েছে দমকলকে। দমকল বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। হলদিয়া থেকে বিশেষ কর্মীদের আনা হয়েছে এই ট্যাঙ্কার লিক বন্ধ করতে।