নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৮,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার বাঘনাপাড়ার সিংরাইল এলাকায় মায়ের হাত ধরে যাবার সময় জলের বোতল ভর্তি একটি বড় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর।জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম নিলয় ভক্ত ।
রাতে নিলয় তার মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল আর সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মেরে দেয়। তার মা ছিটকে পড়ে গেলে এরপরই ওই শিশুর উপর থেকে ট্রাকের টাকা চলে যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।