নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৩১,মে :: মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া রাজ্য প্রানী বাঘরোলের একটি শাবক কে ঘন্টা তিনেকের প্রচেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো।
হাওড়া জেলার বাগনানে হাটুরিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ন পাড়ায় গতকাল স্থানীয় যুবক মোজামুদ্দিন খান দেখেন রাস্তা পারাপারের আগে একটি বাঘরোল শাবক মায়ের থেকে আলাদা হয়ে একটি দোকানের কাছে চলে আসে।
মা বাঘরোল অন্যত্র চলে যায়। মোজামুদ্দিন খান ও ফিরোজ খান বাঘরোল শাবকটি যাতে গাড়ির ধাক্কায় আহত না হয়, তাই উদ্ধার করে খবর দেন পরিবেশ কর্মী অনির্বাণ সেনাপতি কে।
অনির্বাণ সেনাপতি বাইরে থাকায় তিনি বিষয়টি বন্যপ্রাণ সংরক্ষনকারী চিত্রক প্রামানিক কে জানান। খবর পেয়েই চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস ঘটনাস্থলে যান এবং দেখেন বাঘরোল শাবক টি ভীষন ছোটো।
এলাকার লোকজন বন বিভাগে দেওয়ার কথা বললে তাঁরা বোঝান, সুস্থ বাঘরোল কে এলাকা থেকে সরিয়ে দিলে স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি হবে এবং ছানাটি মা কে ছাড়া বাঁচবে না।
বন বিভাগের রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর পরামর্শ মতো এরপর চিত্রক, সুমন্ত – মোজামুদ্দিন ও ফিরোজ কে নিয়ে রাতেই এলাকা পর্যবেক্ষন করেন এবং এক ঘন্টার মধ্যে মা বাঘরোল কে দেখা যায়।
এরপর বাঘরোল শাবক টিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর সফল ভাবে বাঘরোল শাবক টিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
চিত্রক প্রামানিক বলেন, সুস্থ স্বাভাবিক বন্যপ্রান কে ধরে বন বিভাগে দেওয়া সংরক্ষন নয়। বন্যপ্রান কে তার নিজের এলাকাতেই থাকতে দিলে তবেই এলাকার বাস্তুতন্ত্র ঠিক থাকবে।
বাঘরোল নিরীহ জঙলি বিড়াল এবং পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী। জলাভূমি ভরাট ও বাসস্থানের অভাবে বর্তমানে বাঘরোলের সংখ্যা ক্রমশ কমছে। এর ই মধ্যে বাগনানে পাওয়া এই শাবক বাঘরোল কে পুনরায় তার মায়ের কাছে পরিবেশে ফিরিয়ে দেওয়ায় বনদপ্তর পশ্চিমবঙ্গে বাঘরোল সংরক্ষনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো।