সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: সোমবার সকালে লোকালয়ে দক্ষিণ রায়ের পায়ের ছাপ দেখাকে ঘিরে আতঙ্ক ছড়ায় কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লী এলাকায় ।
ওইদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে । মুহূর্তের মধ্য লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ । খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বনবিভাগের অফিসে ৷
খবর পেয়ে বনকর্মীরা তড়িঘড়ি এলাকায় পৌঁছান ও গোটা এলাকা ফেন্সিং নেট নিয়ে এলাকা ঘিরে ফেলা হয়। পাশাপাশি সারারাত গ্রাম পাহারা দেওয়াৱ হয় আগুন জ্বালিয়ে । মঙ্গলবার সকাল হতেই আবারও নতুন করে বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত উত্তর বৈকুন্ঠপুর মাকড়ি নদীর পাড় বরাবর এলাকায়।
এদিন সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় নদীর চরে দেখতে পান বাঘের পায়ের তাজা ছাপ। এরপর খবর দেওয়া হয় বনবিভাগের কর্মীদের । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন কর্মীরা।
এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন আধিকারিক নিশা গোস্বামী জানান সোমবার যে বাঘটি দক্ষিণ বৈকুন্ঠপুর এলাকায় প্রবেশ করেছে সেই বাঘটিই নদীর চর ধরে উত্তর বৈকুন্ঠপুর এলাকায় চলে এসেছে। বনকর্মীরা বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছেন ।