সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বক্সা ব্যাঘ্র প্রকল্প(কোচবিহার) :: শুক্রবার ৯,ফেব্রুয়ারি :: সম্প্রতি ব্যাঘ্র সুমারির পর জানা গেলো রাজ্যে বঘের সংখ্যা বেড়েছে । দক্ষিন ২৪ পরগনায় বাঘের সংখ্যা বাড়লেও খাদ্যের অভাবে তারা প্রায়ঃশই লোকালয়ে হানা দিছে । ফলে মানুষের প্রাণহানিও বাড়ছে ।
একই ভাবে বকসাতেও কিন্তু রয়েল বেঙ্গলের সংখ্যাও দিনকে দিন বাড়ছে ।সম্প্রতি করা ব্যাঘ্র শুমারির রিপোর্ট বলছে যে বক্সায় ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী তখন বাঘের সংখ্যা ছিল ৮৯ টি ।কিন্তু ২০২০ তে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৯৬ তে । বিশেষজ্ঞদের ধারণা যে এখন হয়তো সেই সংখ্যাটি ১০০ পার করে যেতে পারে । তাঁরা আরও জানিয়েছেন যে এখানে জঙ্গলের পরিধির পরিমাপ অনুযায়ী ১২০ পর্যন্ত বাঘের অনায়াস বিচরণ ভূমি রয়েছে ।
কিন্তু ক্রমেই বনভূমিতে গাছ মাফিয়াদের অত্যাচারে বন্যপ্রাণীদের বাসস্থানের সমস্যা হচ্ছে । বাঘের খাবারও কমে যাচ্ছে । তাই বনদপ্তরের উদ্যোগে সম্প্রতি স্ত্রী ও পুরুষ মিলিয়ে ৫২ টি হরিণকে বক্সার জঙ্গলে ছাড়া হলো যাতে ভবিষ্যতে বাঘেদের খাবারের অভাব না হয় ।