নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: বাঘের তাড়ায় বাইক ফেলে দৌড় কুলতলির মৈপিঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ায় । আজ রাত আটটা নাগাদ স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঘ তাদের উপর ঝাপিয়ে পড়ে অল্পের জন্য রক্ষা পেল। ঘটনাস্থলে কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিক।
স্থানীয় জি এফ এম সি সদস্যরা রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দেখা গেল স্থানীয় মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দারা। আতঙ্ক কাটছে না স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাসের কথায় কি আর করব এই মাটির ঘর বাড়ির পুরুষলোক বাইরে কাজে থাকে। আমরা ঘরে থাকি ঠিকমতো দরজা নেই ঘরের পাশে জঙ্গল এবং বাঘের আতঙ্ক, ঈশ্বর সহায় তাদের।