সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সুন্দর বনে বাঘের আক্রমনের শিকার হয় হরিণ । বাঘের হাত থেকে প্রাণ বাঁচাতে নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পিরখালি জঙ্গলে আক্রান্ত হয় পূর্ণবয়স্ক হরিণ। আহত অবস্থায় সে পালিয়ে আসে গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রামে।
শিকার হাতছাড়া হওয়ায় নদীর ওপার থেকে হুঙ্কার দিতে থাকে বাঘটি। হরিণের পিছু নিয়ে লোকালয়ে আসার সাহসে কুলোয়নি দক্ষিণ রায়ের। গ্রামবাসীরা হরিণটিকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে খবর দেন।
পঞ্চায়েত প্রধান গ্রামে পৌঁছে হরিণটিকে বন দফতরের হাতে তুলে দেয়। আহত প্রাণিটি সজনেখালিতে চিকিত্সাধীন। প্রসঙ্গত বেশ কয়েক সপ্তাহ আগে মতলা নদীতে ভেসে আসে হরিণের মৃতদেহ। স্থানীয় হরিণে মৃতদেহটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে ওই হরিণের।