সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল।
খবর পেয়েই সেখানে গিয়েছিলের বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা। জানানো হয়েছিল মৈপীঠ উপকূল থানাতেও। বাঘটি যাতে কোনও ভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়াও হয়েছিল।
এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশপাশেই রয়েছে বাঘ। সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যেরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময়েই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের উপর বাঘটি হামলা চালায়।
কামড়ে ধরে তাঁর ঘাড়। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান, গতকাল বনদপ্তরের কাছে খবর আসে কুলতলী এলাকায় লোকালয়ে বাঘ ঢুকেছে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বাঘটিকে তাড়ানোর ব্যবস্থা করে সেই সময় অতর্কিতভাবে এক বন কর্মীকে বাঘ হামলা করে আহত বনকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।