নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বুধবার ২২,অক্টোবর :: শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ঘটে গেল চাঞ্চল্যকর বাচ্চা চুরির ঘটনা। কোন্নগর ঘোষাল বাগানের নেহা কুর্মি গত বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন।
বুধবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় পরিবারের সদস্যরা নিচে গাড়ি ডাকতে গেলে এক মহিলা নবজাতককে কোলে নেওয়ার অজুহাতে বাচ্চাটিকে নিয়ে চম্পট দেয়।
ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীরামপুর থানার পুলিশ ও এসিপি-টু। মাত্র এক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় নওগাঁর মোড় থেকে উদ্ধার হয় নবজাতক এবং গ্রেফতার হয় অভিযুক্ত মহিলা।
দ্রুত পদক্ষেপের জন্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি ট্রাফিক সাব-ইন্সপেক্টর পিন্টু নন্দী ও তাঁর টিমকে ব্যক্তিগতভাবে ₹১০,০০০ পুরস্কার দেন। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস থানায় উপস্থিত থেকে সেই পুরস্কার তুলে দেন। চন্দননগর পুলিশের পক্ষ থেকেও পরবর্তীতে এই টিমকে সম্মান জানানো হবে।