বাজনা সহযোগ ১১০ বছর বয়সে শেষ বিদায় মায়ের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,জুন :: মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড,ডিজে, আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষযাত্রায় শামিল হল। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা। দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে ।

তবে এ কোন দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মন্ডল বয়স আনুমানিক ১১০ বছর ।চার ছেলে পুত্রবধূ নাতি-নাতনী সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করলো মানিকচক মহাশ্মশানের দিকে।

এ বিষয়ে রানী মন্ডলের বড় ছেলে জ্যোতিষ মন্ডল জানান মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় একশ দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃ বিরহ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =