সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৯,জানুয়ারি :: বাজারে হলুদ, সাদা শাড়ির চাহিদা বাড়ছে! কিন্তু কেন? চলতি সপ্তাহতে রয়েছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সময় হলুদ শাড়ির চাহিদা বেড়ে যায়। ষোড়শী অষ্টাদশী থেকে তরুণী প্রায় সকলের পছন্দের তালিকায় থাকে হলুদ রঙের শাড়ি।
সরস্বতী পূজার সকালে হলুদ পাড়ে শাড়ি পরে বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে ভিড় পড়ে যায়। শিলিগুড়িতে সরস্বতী পূজার জমজমাট। গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি, পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপে জমজমাট ভাবে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো চলতি বছরেও সরস্বতী পূজোর প্রাক্কালে হলুদ শাড়ির চাহিদা বেড়েছে। মাঝে রয়েছে তিন থেকে চার দিন, দেদার বিক্রি হচ্ছে হলুদ রঙের শাড়ি।
ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি বছরের মত চলতি বছরেও সরস্বতী পূজার প্রাক্কালে হলুদ রঙের শাড়ি পাশাপাশি সাদা রঙের শাড়ির চাহিদা তুঙ্গে। ভালো বিক্রি হচ্ছে, দাম কত? ২০০ টাকা থেকে শুরু। এ বিষয়ে এক ব্যবসায় জানিয়েছেন যতটা শাড়ি তুলেছিলেন শতকরা ৫০ শতাংশ শাড়ি বিক্রি হয়ে গিয়েছে।

