নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: রাজ্যে ফের তৃণমূল কর্মী খুন। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বাজার করে ফেরার পথে গুলি এবং পরে কুপিয়ে খুন করা হয় ওই তৃণমূল কর্মীকে। কে বা কারা তাঁকে খুন করল, তা নিয়ে চলছে আকচাআকচি। বিরোধীদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের বলি ওই তৃণমূল কর্মী।
তবে শাসকদলের বক্তব্য, খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।জানে আলম গাজি নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। ভরতগড় এলাকার বাসিন্দা তিনি। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাসন্তী বাজারে গিয়েছিলেন জানে আলম।
বাজার সেরে বাড়ি ফেরার সময় ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। সঙ্গে সঙ্গে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা জড়ো হয়ে যান। দৌড়ে এসে বেশ কয়েকজন এলাকাবাসী ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করেন।
তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।কে বা কারা ওই তৃণমূল কর্মীকে খুন করল, তা নিয়ে তীব্র চাপানউতোর।