নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: সোমবার ৭,এপ্রিল :: বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি একালায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কার তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।
তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে।
কে বা কারা কি কারণে গুলি চালালো তা তারা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কি উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তা পুলিশ তদন্ত করে দেখুক।
তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার কারণে গুলি চালানো হতে পারে এই বিজেপি কর্মী ।
ইতিমধ্যেই আটক তপন বালাকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ ক্ষতিয়ে দেখছে আরো অন্য কেউ জড়িত আছে কিনা ।