বাজি বিস্ফোরনে একই পরিবারের পাঁচ সদস্য সহ ছজনের মৃত্যু

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ১,এপ্রিল :: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে । এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

এর মধ্যে তিনজন শিশু রয়েছে ।স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কিছু ক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে দাউ দাউ করে জ্বলছে একটি বাড়ি। শুরু হয় হইচই , আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী ।

বাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চলে । যদিও পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে , পাঁচ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের অনুমান, ওই বাড়িতে প্রচুর পরিমানে বাজি মজুত করা হয়েছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

তারা জানাচ্ছেন, বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। এদিন রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। আবার অনেকে বলছেন, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে।

তবে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানার দাবি, ‘‘বাজি তৈরি সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু জন থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।’’

পুলিশ অবশ্য এখনও দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =