বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৩১,জানুয়ারি :: বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। দুর্গাপুজো,কালীপুজো এবং বিভিন্ন সময় নিউ টাউনশিপ থানা এলাকা থেকে বহু নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম বাজেয়াপ্ত হয়েছিল।

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া সংলগ্ন কুনুর নদীর পাড়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে খবর, এদিন ২৪ কেজি নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম নিষ্ক্রিয় করা হলো। এর আগেও বাজেয়াপ্ত হওয়া অনেক আতশ বাজি নিষ্ক্রিয় করা হয়েছিল। দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে এই কাজ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =