সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৭,মে :: গরমে তীব্র হাসফাঁস অবস্থা উত্তরে। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমশই উর্ধ্বমুখী। শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ক্রমশই বাড়ছে তাপমাত্রা। এদিন সারাদিনই অস্বস্তিতে কেটেছে উত্তরবঙ্গে একাধিক জেলায়। সমতলের সাথে সাথে পাহাড়েও বাড়ছে গরম।
তবে সমতলের মতো অসহনীয় পরিস্থিতি নয়। পাহাড়ের পরিস্থিতি কিছুটা হলেও মনোরম। এবার অন্যান্য বছরের তুলনায় পর্যটকদের ভিড়ে জমে গেছে দার্জিলিং। দার্জিলিং জুড়ে আনাচে-কানাচে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং চিড়িয়াখানায়। এবার রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে সেখানে। গরম পড়তে ই অনেকের ডেস্টিনেশন হয়েছে দার্জিলিং।
গরমে অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে অনেকেই পাড়ি দিচ্ছেন শৈল শহরে। যত্রতত্র পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিঙে। পর্যটকদের রঙে রাঙিয়ে গেছে শৈল শহর। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে।