নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ৪,আগস্ট :: বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল, নদী উপচে ডুবেছে নদীর পাড়,ডুবেছে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। নদীর পাড়ের গ্রাম গুলিতে ঢুকতে শুরু করেছে জল। ডুবেছে মনসুকার চাতাল, এই রাস্তা দিয়েই প্রায় কুড়ি পঁচিশটি গ্রামের মানুষ যাতায়াত করত ঘাটাল শহরের সাথে, এটি গুরুত্বপূর্ণ রাস্তা ।
ইতিমধ্যেই ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম, মনসুকা সহ পার্শ্ববর্তী আরও এক দুটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। পানার চাপের ঝুমি নদীর উপর থাকা সমস্ত বাঁশের সাঁকোগুলি ভেঙ্গে যাওয়ায়, খরস্রতা নদীতে নৌকো নিয়ে চলছে ঝুঁকির পারাপার। যদিও প্রশাসন সূত্রে খবর পুরো বিষয়টির উপর নজর রাখা হয়েছে।