নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: রবিবার ১০,আগস্ট :: হাসনাবাদ কাটাখালি বিএসএফ ক্যাম্পের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের হাতে রাখি পরালেন বোনেরা ।
বোনেদের যেটা বক্তব্য- বিএসএফ জওয়ানরা বাড়িঘর ছেড়ে দূর দুরান্ত থেকে এসে ভারতবর্ষের সীমান্ত পাহারা দেয় দিন রাত জেগে। তাদের জন্য আমরা সুরক্ষিত। তাই তাদের বোনের অভাব মেটাতে এবং আজকের দিনে যাতে তাদের মনে কোন কষ্ট না থাকে তাই আমরা তাদের হাতে রাখি পরালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম।
এই ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুঝিয়ে দিয়েছে তারা কতটা আনন্দিত ।