নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৫,জুলাই :: বাড়িতে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল ভিন রাজ্যে। সোমবার তার কফিনবন্দী নিথর দেহ পৌঁছাল গ্রামে।যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এল রতুয়া-১নং ব্লকের চাঁদমুনি-২নং গ্রাম পঞ্চায়েতের আন্ধার গ্রামে। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম বেনারুল ইসলাম। বয়স ২৫ বছর। তিনি গত ১২ দিন আগে ঠিকাদারের অধীনে ভিনরাজ্য হায়দরাবাদে শ্রমিকের কাজ করতে যান।
সেখানে গত বৃহস্পতিবার টাওয়ারের কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার সকালে তার কফিবন্দী দেহ রতুয়া-১নং ব্লকের শ্রীপুর-২নং গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে পৌঁছায়। যা দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।