নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১৯,জুলাই :: ডুয়ার্সের বানারহাট থানার কলাবাড়ি চা বাগানের ঘটনা। বিগত এক বছর এই এলাকায় চিতাবাঘের হামলায় এই নিয়ে ৩টি বাচ্চার মৃত্যু হল।
জানা গিয়েছে কলাবাড়ি চা বাগানের হুলাস লাইনের বাসিন্দা পুনিতা নাগার্চীর বাড়িতে একটি চিতাবাঘ হানা দিয়ে তার তিন বছর বয়সী ছেলে আয়ুব কালিন্দিকে তুলে নিয়ে যায়।
প্রচন্ড গরমের কারণে সেই সময় বাচ্চাটি তার দাদুর সাথে বাড়ির উঠোনের সামনের রাস্তায় বসে ছিল। কিছুক্ষণ পর চা বাগানের ১৮ নম্বর সেকশান থেকে বাচ্চাটির দেহ উদ্ধার হয়। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
পুলিশ ও বনদপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। চিতাবাঘের লাগাতার হামলা আটকাতে কার্যকরী পদক্ষেপ করার দাবী স্থানীয়রা জানান।
গত বছরের ২০শে অক্টোবর ওই এলাকার পার্শ্ববর্তী খেরকাটা গ্রামে বাড়ির উঠোন থেকে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছিল। ৫ই জুলাই তোতাপাড়া চা বাগানে শাক তুলতে গিয়ে ৮ বছর বয়সী একটি বাচ্চা চিতাবাঘের শিকার হয়েছিল।
এছাড়া চিতাবাঘের হামলায় এই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মী ও বানারহাট থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন।
গোটা বিষয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। বনদপ্তরের তরফে সব রকমের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে গ্রামবাসীদের।