নিজস্ব সংবাদদাতা:: সংবাদ প্রবাহ :: করিমপুর :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: বাড়ির পেছনে জমা জল থেকে এক মুখ বধির শিশুর মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য। কি কারনে এই শিশুটির মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। এটা খুন নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।
মৃত্যুর কারণ জানতে শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কাঠালিয়া এলাকায়। শিশুটির বাবা পরিযায়ী শ্রমিক। বাড়িতে থাকে না। সাত বছরের এই মুখবধির শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য।
করিমপুরের কাঁঠালিয়ার চোরপোতা এলাকায় শিশুটির বাড়ি বলে জানা গেছে।মৃত ওই শিশুর নাম ঈসা সরকার,বয়স ৭ বছর। মায়ের নাম তাপসী সরকার। বাড়ির পাশের পুকুরে জল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রথমে স্থানীয়রা দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জল থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় করিমপুর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায়।
গ্রামবাসীদের দাবি জলের মধ্যে ডুবে মৃত্যু হলে যে সকল নমুনা লক্ষ্য করা যায় তা এই শিশুটির এক্ষেত্রে ছিল না। তাহলে কি শিশুটিকে কে খুন করে জলে ফেলে দিয়েছে কেউ? এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে করিমপুর থানার পুলিশ।
শিশুটির মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য আজ পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।