নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ১৫,জানুয়ারি :: বাড়িতে আসছে প্রথম কন্যা সন্তান। সেই খুশিতে আত্মহারা বাবা-কাকা সহ পরিবারের সকল সদস্য। ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিজের কন্যা সন্তান ও স্ত্রীকে বাড়ি নিয়ে গেলো বাবা।
মুর্শিদাবাদের সাগরদিঘী থানার জুগোরের বাসিন্দা আব্দুল সালেম সেখের স্ত্রী তাসলিমা খাতুন গত ১১ই জানুয়ারি শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে কন্যা সন্তানের জন্ম দেয়।
বাড়িতে যেহেতু প্রথম কন্যা সন্তান আসবে, সেই আনন্দে গ্রাম থেকে গাড়িতে করে আত্মীয়-স্বজনরা পৌঁছায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আজ সেই গাড়িটি ফুল-বেলুন দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান আব্দুল সালেম সেখ। সাগরদিঘী থানার পোপাড়া এলাকার টোটো গাড়ীর ব্যবসায়ী আব্দুল সালেম সেখ। তিনি বলেন, ‘স্ত্রীকে যখন হাসপাতালে ভর্তি করায় তখনই ঠিক করেছিলাম কন্যা সন্তান হলে তাকে সসম্মানে উৎসবের আমেজে বাড়ি নিয়ে আসবো।
সেই স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। বর্তমান সময়ে কন্যা সন্তান পরিবারে জন্ম নিলে তার উপর আনিহা দেখায় সবাই। আমরা সেই আনিহা কে দূর করে কন্যা সন্তানকে সসম্মানে ঘরে নিয়ে যেতে পারছি ভেবে খুব খুশি লাগছে। ’মা ও মেয়ে দুজনেই সুস্থ। কন্যা সন্তান হওয়ার আনন্দে হাসপাতালের কর্মী তো বটেই, পাশাপাশি আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করিয়েছেন আব্দুল সালেম সেখ।