নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৩,ডিসেম্বর :: বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার ৫ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। করণদিঘী থানার টুঙ্গিদিঘী ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিস তাদেরকে গ্রেপ্তার করেন বলে খবর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম(৩০) ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে। হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক।
তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুইজনকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।