বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে, দুজনকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়িয়া :: বৃহস্পতিবার ২০,মার্চ :: বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্বামী তরুণ দাস (৪৫)। স্ত্রী আশা দাস (৩৫) দুজনে ৬ মাস ধরে গুরুপদ মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই কাজ করত।

একটি ছেলে ও একটি মেয়ে আছে। বুধবার দুপুরে কাজ থেকে ফেরেন। তারা হাসিখুশীই ছিলেন। প্রতিবেশীদের সাথে কথাও বলেন। ইয়ার্কি, আড্ডাও মারেন। তারপর হঠাৎই বোনের ছেলে গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে। স্ত্রী খাটে শোয়ানো অবস্থায় ছিল। স্ত্রীর গলায় দাগ, গাল দিয়েও রক্ত বেরিয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এ প্রসঙ্গে বাড়ির মালিক যমুনা মণ্ডল বলেন,আশা ও তার বোন পরিবার নিয়ে আমার বাড়িতে ভাড়া থাকে। ওর বোনের ছেলে স্কুল থেকে ফেরে। ওদের ঘরে যায়। তখনই দেখে মেসো ফাঁস লাগিয়ে ঝুলছে।

দৌড়ে ওর মা কে সে কথা বলে বাচ্চাটা। আমিও দাঁড়িয়েছিলাম। দৌড়ে যাই। আমি যখন যাই তখন দেখি দু’জনই শেষ।সকালেও হাসিখুশি দেখেছেন। স্বামী-স্ত্রী দু’জনই বেশ চনমনে অবস্থায় কথাও বলেছেন। কিন্তু তারপর যে এই অবস্থায় তাঁদের দেখতে হবে কে ভেবেছিল? গড়িয়ায় ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দম্পতির দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =