নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আম বাগানের মধ্যে নবম শ্রেণীর এক ছাত্রকে আধমরা অবস্থায় উদ্ধার করলো পুলিশ। সংকটজনক অবস্থায় রক্তাক্ত ওই ছাত্রের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
৪৮ ঘন্টা না কাটলে ওই ছাত্রের শারীরিক অবস্থার সম্পর্কে কোন কিছুই জানাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। এই ঘটনায় জখম ওই ছাত্রের তিন বন্ধু শুভঙ্কর মন্ডল , ছট্টু মন্ডল এবং দীপঙ্কর মন্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা।
জখম ওই ছাত্রের নাম দেবরাজ রাজবংশী (১৫)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পাঠরত রয়েছে।জখম ওই ছাত্রের বাবা গৌতম রাজবংশী পুলিশকে অভিযোগে জানিয়েছেন, রবিবার রাতে গ্রামে সজনে দীঘির মেলা দেখার জন্য ছেলে দেবরাজকে ওর তিন বন্ধু ডেকে নিয়ে যায় ।
মোবাইলে কথা বলেছিলাম। ও বলেছিল এক বন্ধুর বাড়িতে ঘুমিয়ে পড়বে । এরপর সোমবার কাকভোরে জানতে পারি ছেলের রক্তাক্ত দেহ আমবাগানে পড়ে রয়েছে ।
এই ঘটনায় জখম ওই ছাত্রের তিন বন্ধু শুভঙ্কর মন্ডল,ছট্টু মন্ডল এবং দীপঙ্কর মন্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা।পুলিশ অভিযুক্তদের খুঁজছে ।