বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেনীর নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ৷

স্পর্শ দাস  :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: রবিবার ২৮,মে :: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেনীর নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায় ৷ ঘটনার তদন্তে নেমে মুল অভিযুক্ত সহ মোট তিনজনকে আটক করেছে কুলতলী থানার পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

পাশাপাশি নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা ও করা হয় ৷ পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে , শনিবার মধ্যরাতে শৌচালয়ে গিয়েছিল ওই নির্যাতিতা ৷ সেইসময় তার মুথে গামছা চাপা দিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে গিয়ে দুই যুবক জোর করে তার হাত ও পা চেপে রাখে ৷

অন্য একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ঘটনার পর নির্যাতিতাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ রবিবার সকালে পরিবারের লোক তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ৷ জিজ্ঞাসাবাদের পর ঘটনার কথা জানা যায় ৷ এই ঘটনায় নির্যাতিতার মা কুলতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ প্রতিবেশী যুবক সঞ্জিত বাগ তাকে ধর্ষণ করে এবং রণজিত ভুঁইয়া ও দুধকুমার ভূঁইয়া তাকে সাহায্য করে ৷ এই ঘটনায় ৩৭৬ ও পকসো ১ আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 14 =