নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ৩,মে :: বাড়ি বাড়ি জলের পাইপ লাইন আছে, কিন্তু জলের দেখা নেই। আদৌ কবে জল আসবে তা জানেন না এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এই পাইপলাইন বসানোর জন্য কোন জায়গা থেকে ১৫০ টাকা কোথাও থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল, এমনটাই বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
যদিও টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক। যদি কেউ অভিযোগ করেন তাহলে উপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জোতশ্রীরাম, মাঠশিয়ালি,ষোলবিঘা এলাকা সেখানে বাড়ি বাড়ি জলের জন্য পাইপলাইন বসানো হয়েছে।
কিন্তু সেই পাইপই আছে পাইপ থেকে জল আর আসেনা। গরমের মরসুম পড়েছে, আর এই গরমে তীব্র জলের সংকটে পড়েছেন অত্র অঞ্চলের বাসিন্দারা। পানীয় জলের জন্য যথেষ্ট সমস্যায় এলাকার মানুষজন। বারবার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জানালেও কোন ফল হয়নি।
তবে পুরো বিষয়টি খতিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক। আগামী ১৫ দিনের মধ্যে পাম্প হাউস চালু হয়ে গেলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল, এমনটাই জানান তিনি