বানারহাট এর এক বাড়িতে চা খেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা ::  সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার   :: সোমবার ১১,ডিসেম্বর ::  আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক সেরে বানারহাটে হেলিকপ্টার করে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আবারও  চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি বানারহাটে পৌঁছে যাবার পর সোজা চলে গেলেন নুরু গোপাল ভদ্র কলোনিতে । সেখানে গিয়ে তিনি চা খেলেন সবার সঙ্গে আলাপ পরিচয় করলেন। মুখ্যমন্ত্রী জানান তিনি বানারহাটে গিয়ে একটি বাড়িতে চা খেয়েছেন, ঐ বৃদ্ধার অনেক দিনের ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =