নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৬,জুলাই :: বাপের বাড়িতে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ঘিরে চাঞ্চল্য । মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা । মৃত্যুর আগে কারো সাথে ফোনে কথা হয়েছিল বলে অনুমান মৃতের পরিবারের লোকেদের। ফোন পুলিশের কাছে জমা দিয়েছে মৃতার এক দাদা।জানা গিয়েছে মৃত ওই গৃহবধুর নাম লাবনী মালিক , বয়স ১৯ বছর। পূর্ব বর্ধমান জেলার কালনার আনুখাল পঞ্চায়েতের বালিয়া কাবিলপাড়া এলাকা বাপের বাড়িতে এসেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই গৃহবধূ। বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তার স্বামী। স্বামীর সাথে কয়েকদিন আগে ফোনে অশান্তি হয়েছিল।
একই সাথে শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে থাকছিল ওই গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পাশ থেকে উদ্ধার হয় ফোন। মৃতের পরিবারের লোকেদের অনুমান ফোনের মধ্যেই মৃত্যুর আসল কারণ লুকিয়ে রয়েছে।