সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শুক্রবার ৬,সেপ্টেম্বর :: বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিন ২৪ পরগনার ক্যানিং এর কুমারশা পাড়ার ঘটনা। মৃতের নাম ইয়ার আলি মোল্লা(৬৮)।
শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বলে দাবি পুলিশের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে ইয়ারালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ইয়ার আলির ছোট ছেলে আজিজুল মোল্লা ওরফে সাহেবের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এই ঘটনায় ইয়ার আলির স্ত্রী রিজিয়া বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে বেশ কিছু সামগ্রী প্রমাণ স্বরূপ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে অশান্তি ছিল। মাঝে মধ্যেই সম্পত্তি ছেলের নামে লিখে দেওয়ার জন্য জোর করত ইয়ার আলিকে। সে বিষয়ে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনাস্থল থেকে চপার উদ্ধার করেছে পুলিশ।