নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: পারিবারিক অশান্তির জেরে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। ঘটনার পর গুনধর ছেলে পলাতক। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুইয় গ্রামে।
সোমবার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধ মোহন দাস (৬৬)। মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত গুণধর ছেলের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে পারিবারিক বিবাদের জেরে মোহনবাবুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে তাঁর ছোট ছেলে সন্টু দাস বলে অভিযোগ। জখম ওই বৃদ্ধ মোহনবাবুকে প্রথমে জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু হয় মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ। খুনের ব্যবহৃত বাঁশটি বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা গেছে।
তমলুক থানায় পুলিশ আধিকারিক বলেন ” মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।