নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: বাবার জায়গা ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে আক্রান্ত হলে এক সিভিক ভলেন্টিয়ার। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার কে। আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সি সি ইউ বিভাগে চিকিৎসাধীন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত রামকেল বেকি এলাকায়। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিতেন মন্ডল বয়স আনুমানিক(৩২)বছর। পরিবারের রয়েছে স্ত্রী পিউলি মন্ডল এক ছেলে ও এক মেয়ে। রিতেন ইংরেজবাজার থানার অন্তর্গত বাধা পুকুর এলাকায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন বলে জানা যায়। অভিযুক্তরা হল সৎ ভাই সুকুমার মন্ডল, গৌতম মন্ডল ও বিবান মন্ডল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে রিতেন মন্ডলের বাবা নিরঞ্জন মন্ডল গত দু বছর আগে মারা যায়। মারা যাওয়ার বেশ কিছুদিন আগেই ছয় কাটা জমি রিতেন মন্ডলের নামে লিখে দেয় তার বাবা। সেই জমির ভাগ নিয়ে গন্ডগোল মাঝেমধ্যে লেগে থাকত রিতেন মন্ডলের সৎ ভাইদের সাথে। গতকাল জমিতে কাজকর্ম সেরে বাড়িতে আসে রিতেন মন্ডল।
এরপর সন্ধ্যা নাগাদ তার সৎ দুই ভাই সহ তিনজন মিলে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় রিতেন মন্ডলের উপর। ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে বলে জানা যায়। রিতেন মন্ডল চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। ঘটনার স্থল থেকেই পালিয়ে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার রিতেন মন্ডলকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সি সি ইউ বিভাগে ভর্তি করা হয় রিতেন মন্ডলকে বলে জানা যায়।