সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৭,ফেব্রুয়ারি :: বাবাকে খুব ভালোবাসতেন। বাবাই ছিলেন আদর্শ। তাই বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের পাশে দাড়ালেন তিনি ও তার পরিবারের লোকজনেরা। তিনি এই বিষয়ে জানালেন এই দিনটিতে আমি আমার বাবাকে হারিয়েছি, সেই জন্য দিনটিতে আমার ইচ্ছে ছিল ভালো কিছু করবার। তাই সামান্য কিছু করতে চেষ্টা করলাম।
ওরা সমাজে এক জায়গায় দাড়িয়ে আছে। ওদের সাহায্যর দরকার ,তাই এই দিনটিতে ওদের পাশে দাড়িয়ে ওদের মন শক্ত করার একটা প্রচেষ্টা। আমার বিশ্বাস আজকে আমার বাবা বেচে থাকলে সবচাইতে বেশী খুশী হতেন। আজকে আমার মা ছিলেন এবং আমাদের পাশে তাকে ছাড়া আমাদের এই কাজ অসম্পুর্ন হয়ে থাকত বলে জানান তিনি। ভবিষ্যতেও যাতে আরো এই ধরনের কাজ করতে পারি সেই চেষ্টাও আমরা করব বলে জানালেন শিলিগুড়ির বাসিন্দা তনিমা ঘোষ।
তিনি আরো জানান আমার স্বামী আমার পাশে দাড়িয়ে আমাকে উৎসাহিত করে গেছেন এই কাজের জন্য। তার অবদানও কম নয়।সবার সাহায্যে এই কাজ সম্পুর্ন হল।