বাবার মৃত্যুর পর গোপনে একাই সংগ্রহশালা সামলাচ্ছেন ছেলে – প্রসাশন উদাসীন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: সোমবার ২৭,মে :: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা । যার খবর কেউ রাখেন না বললেই চলে । প্রায় হাজারের উপর প্রত্নবস্তু সম্বলিত এই সংগ্রহশালা তৈরি করেছিলেন স্থানীয় বাসিন্দা দীনবন্ধু নস্কর।

সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই। বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই সংগ্রহশালা। কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন ধ্বংসের মুখে। যদিও গোপনে একাই দেখভাল করছেন পুত্র পঙ্কজ নস্কর। বাবার মত নিয়ম করে প্রতিদিন তিনিও বের হচ্ছেন প্রত্নবস্ত সংগ্রহের জন্য সুন্দরবনের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ।

নিজের চেষ্টাতে আরও প্রত্নবস্ত জোগাড় করছেন তিনি। তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো। ভেঙে পড়ছে টালির চাল। ত্রিপল দিয়ে কোনোও রকমে ঢেকে রাখা হয়েছে টিমটিম করে জ্বলা সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একটি সংগ্রহশালা।

কোথায় এই সংগ্রহশালা তা জানতে আপনাকে আসতে হবে রায়দিঘির খাড়িতে। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে। সেখান থেকে শ্রীমতি মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি।

এই খাড়ি ছত্রভোগ সংগ্রহশালায় রয়েছে ফসিলস, পাল ও সেন যুগের মূর্তি, প্রাগোতৈহাসিক জীবের হাড়‌। ১০ থেকে ১২ হাজার বছর আগের পাথর, শিলালিপি। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, একাধিক দামী পাথর সহ আরও অন্যান্য বস্তু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =