বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির মঙ্গলবার মহিলা পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির মঙ্গলবার পরীক্ষার্থী এরকমই ছবি দেখা গেলো পূর্ব বর্ধমানের বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে।

প্রিয়া মাহাতো, যে কোলেপাড়া কাঁঠাল গাছি উচ্চ বিদ্যালয় ছাত্রী, কিছুদিন আগে কিডনির সমস্যা জনিত কারণে মৃত্যু হয়েছে তার বাবা রাজু মাহাতোর বয়স ৩৮ বছর। এখনো মেটেনি বাবার পরলৌকিক কাজ, এর মধ্যেই এল জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক।

বাবার মৃত্যুর শোককে কিছুটা হলেও ভুলে বাবার স্বপ্ন পূরণ করার জন্য লালপাড় সাদা শাড়ি পরেই পরীক্ষা দিতে এলো প্রিয়া মাহাতো। প্রিয়ার মনোবলকে স্বাগত জানাচ্ছে তার সহপাঠীরা, তার খুবই ভালো ফল হবে এমনটাই আশা করছে তার বন্ধু বান্ধবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =