নিজস্ব সংবাদদাতা :: জলপাইগুড়ি :: সংবাদ প্রবাহ :: ফের লাইনচ্যুত টয়ট্রেন । শনিবার দুপুরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই টয়ট্রেনটি লাইনচ্যুত হয় । ঘটনায় বেশ আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি । কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় । দীর্ঘক্ষণ টয়ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷ এতে বিপাকে পড়েন যাত্রীরা । দুটি কামরায় ২৮ জন যাত্রী ছিলেন । খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে আসে রিকোভ্যারি ভ্যান । রিকোভ্যারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে । বিকেল নাগাদ টয়ট্রেনটি ফের তিনধারিয়ায় পৌঁছয় । প্রায় আড়াই থেকে তিনঘন্টা টয়ট্রেনটি বেলাইন পরিস্থিতে থাকে । তবে এই নিয়ে মরশুমের দ্বিতীয়বার লাইনচ্যুত হল টয়ট্রেন । যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তার পর থেকেই।বার বার এই ঘটনা হওয়ায় ক্ষুদ্ব যাত্রীরাও।