বাবাসাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি র নির্দেশ দিয়েছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: বাবাসাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি র নির্দেশ দিয়েছেন । সেইমতো রাজ্য জুড়ে বাঁকুড়া জেলা শহর থেকে প্রতিটি ব্লকে ব্লকে পথে নেমেছে তৃণমূল দল ।‌

শহরের হিন্দু স্কুল থেকে একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিল শুরু হয়ে মাচানতলা মুক্তমঞ্চে এসে শেষ হয় । প্রতিবাদ মিছিলে পা মেলান বাঁকুড়ার সাংসদ তথা জেলা সভাপতি অরূপ চক্রবর্তী , পৌরপ্রধান অলকা সেন মজুমদার, জেলা তৃণমূল মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত , তৃণমূলের জেলা নেতৃত্ব,কাউন্সিলর সহ অসংখ্য কর্মী সমর্থক ।

জেলার প্রতিটি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে বাবা সাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদে ধিক্কার মিছিল বের হয়। অন্যদিকে বাঁকুড়া দুর্লভপুরে তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি পক্ষ থেকে ৫০০ জনের একটি প্রতিবাদ মিছিল বার হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =