নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৫,জুলাই :: বাবা ও ছেলের বিবাদে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। ঘটনা গাজোল থানার অন্তর্গত সালাই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইদাম এলাকায় ।
জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম গনেশ সরকার,বয়স ৫৫। স্থানীয় সূত্রে শনিবার বেলা ২ টা নাগাদ জানা গিয়েছে, মৃত ঐ ব্যক্তির ছেলে অজয় সরকার বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাঁশ দিয়ে প্রচন্ড মারধর করে। ছেলের মারধরে ওই ব্যক্তি পড়ে যায় ঢালাই রাস্তার উপরে। গুরুতর চোট লাগে মাথায়। যদিও রাতে মৃত ওই ব্যক্তিকে ভর্তি করানো হয়নি হাসপাতালে।
শুক্রবার সকালে ওই ব্যক্তিকে ভর্তি করানো হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। শনিবার দেহ বাড়ি ফিরিয়ে আনতে উদ্যত হলে রাস্তা থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে গাজোল থানার পুলিশ।
এরপর মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত ব্যক্তির পরিবার ।