নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ৯,জুলাই :: ধর্মঘটে সমর্থনে দিনহাটা শহরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গন সংগঠনসমূহ এর মিছিল বেরোলে প্রথমে বাধা দেওয়া হয় তৃনমূলীদের পক্ষ থেকে, ব্যাপক ধাক্কা ধাক্কি হয়।
সেই বাধা অতিক্রম করে মিছিল এগিয়ে গেলে পুলিশ মিছিল আটকে ধর্মঘটের সমর্থক দের আটক করে। মোট ১১ জন কে আটক করে এই মুহূর্তে দিনহাটা থানায় নিয়ে যায় পুলিশ।