বামেদের মিছিলে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ফাটল মাথা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনাদি সাহু, পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃত্বকে।

বামেদের মিছিলকে কেন্দ্র করে তমলুকে ধুন্ধুমার। সারা ভারত কৃষকসভা ও ক্ষেতমজুর সংগঠনের ডাকে মঙ্গলবার বিকাল ৩টায় জেলা শাসকের দফতর অভিযান ও আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রথমে তমলুকের নিমতৌড়ি মোড়ে সভার পর মিছিল যাওয়ার কথা ছিল জেলাশাসকের দফতরে। মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। বাম-কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের। শুরু হয় ধস্তাধস্তি।

মিছিলের শুরুতেই সেই নিরাপত্তা বলয় ভেঙে ফেলেন বাম কর্মীরা। এদিকে ততক্ষণে মিছিলকে ছত্রখান করতে রাস্তায় নেমেছে পুলিশের জলকামান। ছোড়া হয় টিয়ার গ্যাসের সেল।

এদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় একাধিক বাম-কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। মাথাও ফেটেছে অনুপম মণ্ডল নামে এক বাম সমর্থকের। পুলিশের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ইঁটও ছোড়া হয়েছে মিছিল থেকে। অন্যদিকে পুলিশের তরফে বাধা পেয়ে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =