বারইপুর গ্রামে ভালোবাসার হাট – ইচ্ছা পূরণে দেদার পসরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: প্রেম দিবস মানে কী? শুধু কি কাছের জনকে ভালোবাসা,শুধু তোমার জন্য, না ভালোবাসা। এই দিনকে অন্যরকম ভাবে ভালোবেসে পালন করা? বারুইপুরের বেগমপুর নড়িদানা গ্রামে মঙ্গলবার সেই প্রশ্নের জবাব দিল ভালবাসার দিনে গ্রামে বসল” ভালোবাসার হাট”

আর সেই হাটে গরীব দুস্থ মানুষরা পেলে একটু ভালোবাসার ছোঁয়া, এই ভালোবাসার হাটে তারা বেছে নিলে নিজের পছন্দের জিনিস একদম সম্পূর্ণ বিনামূল্যে।কোন একদিন যে জিনিস কারোর খুব কাছের ছিল ।এদিন সেই জিনিস হয়ে উঠল ওপর একজনের কাছের। বেগমপুরের নড়িদানা গ্রামে মঙ্গলবার প্রেম দিবস পালন করা হলো ঠিক এইভাবে।

স্বপ্ন সন্ধান নামে একটি সংস্থার আয়োজনে এই ভালবাসার হাট বসেছিল। বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাকলি ঘোষ তিনি নিজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক প্রকল্পের ব্যানার লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ব্যবহৃত জামা – কাপড় খাতা বই জিনিসপত্র নিয়ে ভালোবাসার হাটে বসায়। হাট থেকে গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দারা তারা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন ।

আয়োজকদের তরফ থেকে সুমিত মণ্ডল জানান। ভালোবাসার এই দিনটাকে একটু অন্যভাবে পালন করা হয় সমাজে সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে গান, বাজনা, সাথে কেন্দ্রীয় আয়ুষ্মান যোজনার পক্ষ থেকে বিনামূল্যে ভেষজ ঔষধ দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =