নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বুধবার ১৪,জানুয়ারি :: এসআইআর সংক্রান্ত নোটিস ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পাঁশকুড়া-রাধামণি রাজ্য সড়ক। প্রশাসনের তরফে বারবার নোটিস পাঠিয়ে সাধারণ মানুষকে ‘হয়রানি’ করা হচ্ছে— এই অভিযোগে সকাল থেকেই পথে নামেন কয়েকশো গ্রামবাসী।
তমলুক ব্লকের নিমতলা এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিক্ষোভ গড়ায় ব্লক অফিস পর্যন্ত। স্থানীয় সূত্রে খবর,
তমলুক ব্লকের মান্দারগড়, দরজা এবং যশোর ডুমুর এলাকার বাসিন্দাদের কাছে গত কয়েক দিন ধরে দফায় দফায় এসআইআর সংক্রান্ত নোটিস পৌঁছতে শুরু করে।
গ্রামবাসীদের অভিযোগ, কোনও নির্দিষ্ট কারণ বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এই নোটিস পাঠানো হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি হয়। এ দিন সকাল কয়েকশো মানুষ নিমতলায় রাজ্য সড়কের ওপর জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
কাঠের গুঁড়ি ও টায়ার ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। এর ফলে রাস্তার দুই প্রান্তে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, “আমরা সাধারণ মানুষ।
প্রশাসন কেন বারবার নোটিস পাঠাচ্ছে, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। অবিলম্বে এই নোটিস বন্ধ করতে হবে এবং বিষয়টি স্পষ্ট করতে হবে।” পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক থেকে অবরোধ উঠলেও উত্তেজনা কমেনি।
